বিপিএলের নতুন মরশুমে ইংল্যান্ডের অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে ভেড়েছে সিলেট টাইটান্স। মাত্র দেড় বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৮টি ম্যাচ খেলা ২৪ বছর বয়সী ব্রুকস ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত পারফর্ম করে সমালোচকদের নজর কাড়েন।

ব্রুকস মিডল অর্ডারে ব্যাটিং গভীরতা, পাওয়ার-হিটিং এবং বোলিং ভারসাম্য যোগ করবেন। সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৬৭, ৫৭ বাউন্ডারিতে ৩৮০ রান ও তিনটি অর্ধশতক। বোলিংয়ে ২৮ টি-টোয়েন্টি খেলে ১৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার।

সিলেট টাইটান্সের স্কোয়াডে আছে পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব।

ব্রুকসের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে সিলেট টাইটান্সের শক্তি বহুগুণে বৃদ্ধি করবে।