ঢাকার ৪৫টি ক্রিকেট ক্লাব বাকি লিগ বর্জনের সিদ্ধান্তকে পুনরায় নিশ্চিত করেছে। গত অক্টোবরে বিসিবি নির্বাচনের পর থেকে ঢাকার ক্লাবগুলো বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করে আসছে। মঙ্গলবার ঢাকার ক্লাব নেতারা সংবাদ সম্মেলনে এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু। তিনি অভিযোগ করেন, বিসিবি কর্তৃপক্ষ ক্লাবগুলোর সঙ্গে যথাযথ যোগাযোগ রাখছে না। “বিসিবি ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ের কর্মকর্তাদের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে আয়োজন করা কনফারেন্সে আমন্ত্রণ জানায়নি, আবার মিরপুর স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে ক্লাবগুলোর উপস্থিতির সুযোগ দেয়নি। এটি প্রমাণ করে যে ক্লাবদের তারা আগ্রহী নয়,” তিনি বলেন।

রফিকুল ইসলাম বাবু আরও বলেন, “১২ জন ক্লাব কোটার পরিচালককে বোর্ডে রাখা হচ্ছে না। এটা পুরনো একটি খেলা, আমরা জানি তারা আমাদের পছন্দ করে না। তবে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।”

মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বোর্ডের অবৈধতার কারণ ব্যাখ্যা করে বলেন, “নির্বাচনের পর দেখা গেছে, এমন ব্যক্তিরা বোর্ডে এসেছে যাদের ক্রিকেট বা ক্রীড়া সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা ভোট বা নির্বাচনের মাধ্যমে নিজেরা জায়গা দখল করতে চায়। এটা একটি ম্যানিপুলেটেড নির্বাচন, যা আমরা প্রত্যক্ষ করেছি।”

তিনি আরও বলেন, “সংগঠকরা বোর্ডকে অবৈধ বলেছে এবং এখনও বলছে। এর স্বচ্ছতা ও বৈধতা সম্পর্কে আপনারা (সাংবাদিকরা) প্রত্যক্ষ সাক্ষী। আমাদের বক্তব্য হলো, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়নি এবং আমাদের এই সিদ্ধান্ত এখনো অপরিবর্তিত।”

সংবাদ সম্মেলনে ক্লাব নেতারা সবাই এককভাবে বা দলগতভাবে লিগ বর্জন কার্যক্রম অব্যাহত রাখার ইঙ্গিত দেন। তারা মনে করান, শুধুমাত্র বৈঠক বা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমস্যার সমাধান হবে না; বোর্ডের স্বচ্ছ ও ন্যায়সঙ্গত কার্যক্রম নিশ্চিত হওয়া প্রয়োজন।