বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথম অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নতুন এই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে আশাবাদী জাতীয় দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। টুর্নামেন্টের শুরুতেই ফলাফলের চাপ না নিয়ে দলগতভাবে ভালো ক্রিকেট খেলার ওপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি।
মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অঙ্কন বলেন, বিপিএলের সব দলই এবার বেশ ভারসাম্যপূর্ণ। তার মতে, দীর্ঘ টুর্নামেন্টে শুরুতে চ্যাম্পিয়নশিপের চিন্তা না করে নিজেদের পরিকল্পনা ও পারফরম্যান্সে মনোযোগ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অঙ্কনের ভাষায়, “সব দলই সময় নিয়ে পরিকল্পনা করে স্কোয়াড গড়েছে। কারা চাপের মধ্যে ভালো খেলতে পারে এবং গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে পারে, সেটাই আসল। ফলাফল নিয়ে এখনই অত চিন্তা না করে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।”
নোয়াখালী এক্সপ্রেসের দলীয় পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্ট এই ক্রিকেটার। তিনি বলেন, “প্রথমবার অংশ নেওয়া দল হিসেবে নোয়াখালী খুব ভালোভাবে সবকিছু গুছিয়েছে। ড্রেসিংরুমের পরিবেশ থেকে শুরু করে ব্যবস্থাপনা—সবকিছুই ইতিবাচক। আশা করি তারা দীর্ঘদিন বিপিএলে টিকে থাকবে।”
নোয়াখালীর সমর্থকদের নিয়েও আশাবাদী অঙ্কন। তার মতে, এই অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা দলটিকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
দলের বড় শক্তি হিসেবে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন অঙ্কন। তিনি বলেন, “নবী অনেক বছর ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও বিপিএল খেলছে। তার অভিজ্ঞতা আমাদের জন্য অনেক কাজে আসবে।”
চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থাকলেও অঙ্কনের দৃষ্টিতে প্রতিটি ম্যাচে দল হিসেবে পারফর্ম করাই আসল। “প্রত্যেক দলের লক্ষ্যই শিরোপা জেতা। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ম্যাচ বাই ম্যাচ আমরা কতটা গুছানো ক্রিকেট খেলতে পারছি এবং সবাই নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে কি না”—যোগ করেন তিনি।