লিওনেল মেসির দুর্দান্ত গোলও বাঁচাতে পারল না ইন্টার মিয়ামি কে। এমএলএস কাপ প্লে-অফের দ্বিতীয় লেগে ন্যাশভিল এসসির মাঠে ২-১ গোলে হেরেছে মিয়ামি। ফলে তিন ম্যাচের সিরিজ এখন দাঁড়িয়েছে ১-১ সমতায়। শেষ ম্যাচেই নির্ধারিত হবে কারা যাবে পরের রাউন্ডে।

শনিবার (১ নভেম্বর) রাতে টেনেসির জিওডিস পার্কে শুরু থেকেই ছন্দে ছিল ন্যাশভিল। মিয়ামির দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের শুরুতেই পেনাল্টি আদায় করে নেয় স্বাগতিকরা। গোলরক্ষক রোকো রিওস নভোর ভুলে হানি মুখতারের ভাসানো বলে ফাউল হয়, আর সেখান থেকেই গোল করেন স্যাম সুরিজ।

এরপর লুইস সুয়ারেজ ও মেসি দুজনেই গোলের সুযোগ পান, কিন্তু কাজে লাগাতে পারেননি। বরং কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় গোল খায় মিয়ামি। 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে মিয়ামি। ৭৪ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে ব্যবধান কমান লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি দলটি। মেসির শেষ মুহূর্তের ফ্রি-কিকও ব্যর্থ হলে ২-১ ব্যবধানেই হারতে হয় তাদের।

এই জয়ে সিরিজে সমতা ফেরায় ন্যাশভিল এসসি। এখন তৃতীয় ও শেষ ম্যাচেই ঠিক হবে, মিয়ামি পরের রাউন্ডে যাবে নাকি বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

ইএফ/