ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় টানা দশমবারের মতো ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি দিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠান আয়োজন করে বিএসপিএ। অনুষ্ঠানে মোট সাত ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
এর মধ্যে এক্সক্লুসিভ রিপোর্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন সময় টিভির সহযোগী বিশেষ প্রতিবেদক এসএম ইকবাল। আর সেরা ইন্টারভিউ ক্যাটাগরিতে রানার্স আপ হন তাজিন খন্দকার।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ম্যাক্স বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা ও দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের স্বীকৃতি গণমাধ্যমকর্মীদের আরও সাহসী, অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।