আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নতুন আসরের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিয়ে তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে জানিয়েছেন, “আমাদের মূল লক্ষ্য হলো মাঠের খেলা সুন্দরভাবে পরিচালনা করা। নিরাপত্তা বিষয়ে আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নির্দেশনা অনুসরণ করছি। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”
বুলবুল আরও বলেন, “সিলেট পর্ব শেষ হওয়ার পর চট্টগ্রামে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব হবে। ফাইনালসহ বাকি খেলা ঢাকায় হওয়ার কথা থাকলেও এখনও ঢাকায় আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা যথাযথ সিদ্ধান্ত নেব।”
বিসিবি সভাপতি জানান, দলের ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং খেলার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা বোর্ডের অগ্রাধিকার। “আমরা সব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলা সংস্থার নির্দেশনা অনুযায়ী কাজ করব। যে কোনো সিদ্ধান্ত নিরাপত্তার দিক বিবেচনা করে নেওয়া হবে,” যোগ করেন বুলবুল।
উল্লেখ্য, বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার পর ৫ থেকে ১২ জানুয়ারি চট্টগ্রামে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। পরে ঢাকা ফাইনালসহ বাকি খেলা আয়োজনের কথা থাকলেও, নিরাপত্তার কারণে সব খেলা চট্টগ্রামে সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে।