টি-টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ডের সবচেয়ে বড় নাম পল স্টার্লিং। জাতীয় দল তো বটেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মারকুটে ব্যাটিং দিয়ে সুনাম কুড়িয়েছেন। সরাসরি চুক্তিতে এবার এই তারকাকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫৬ ম্যাচ খেলে স্টার্লিংয়ের সংগ্রহ ৩ হাজার ৭৯৮ রান। স্ট্রাইক রেটটাও চোখে পড়ার মতো, ১৩৫.১৬। আর স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮৪ ম্যাচে করেছেন ৮ হাজার ৯৭৭ রান, অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে প্রায় ১৩ হাজার রানের মালিক তিনি।
বিপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে ২২ ম্যাচ খেলেছেন স্টার্লিং। ১৪৫ স্ট্রাইকরেটে তার ব্যাট থেকে এসেছে ৪৪৩ রান। অফ স্পিন বোলিংয়েও নিয়েছেন ৪ উইকেট। বিপিএলের বাইরে পিএসএল, হান্ড্রেড, এসএ২০, ভাইটালিটি ব্লাস্ট এবং টি-টেনের মতো টুর্নামেন্টে খেলেছেন স্টার্লিং। নিজের দিনে তুমুল ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই ওপেনার।
স্টার্লিংয়ে নিয়ে চট্টগ্রামে বিদেশির সংখ্যা দাঁড়াল ৪। এরমধ্যে দুজন শ্রীলঙ্কার। নিরোশান ডিকভেলা ও অ্যাঞ্জেলো পেরেরাকে কিনেছিল নিলাম থেকে। নিলামের আগে একমাত্র ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে পাকিস্তানের আবরার আহমেদকে দলে ভেড়ায় তারা।
চট্টগ্রাম রয়্যালস স্কোয়াডস্থানীয় ক্রিকেটার: শেখ মেহেদী হাসান (সরাসরি চুক্তি), তানভীর ইসলাম (সরাসরি চুক্তি), মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফুজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান।বিদেশি ক্রিকেটার: আবরার আহমেদ (পাকিস্তান/সরাসরি চুক্তি), নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), পল স্টার্লিং (আয়ারল্যান্ড/সরাসরি চুক্তি)।