সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি।

বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত চিঠির অপেক্ষায় রয়েছে বিসিবি। সেই নির্দেশনা পাওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে জানানো হয়েছিল, এবারের বিপিএলের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী দিনেই মাঠে গড়াবে দুটি ম্যাচ।

দুপুর ২টায় প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়, যেখানে নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।

ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি। ফাইনালের জন্য পরদিন ২৪ জানুয়ারি রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।