আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এই নিলামে খুব বেশি ক্রিকেটার থাকছে না, তাই কয়েকজন তারকা খেলোয়াড়ের ওপর নজর থাকবে একাধিক ফ্র্যাঞ্চাইজির।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এর অন্যতম। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে গ্রিনকে তারা টার্গেট করছে। চেন্নাই সুপার কিংসের (CSK) পক্ষেও গ্রিনের দিকে নজর রয়েছে। সম্প্রতি চেন্নাই কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে, যা বিষয়টি নিয়ে ইঙ্গিত দিচ্ছে।
ভিডিওতে দেখা যায়, CSK-এর ম্যাসকট লিয়ো বাজারে গিয়ে কাশ্মীরি আপেল, তামিলনাড়ুর জনপ্রিয় মুখরোচক খাবার ও কিউই ফল কিনছে। ক্রিকেট ভক্তরা অনুমান করছেন, লিয়োর এই কার্যক্রম থেকে বোঝা যাচ্ছে চেন্নাই চাইছে নিউ জিল্যান্ডের ক্রিকেটারও দলে নিতে। তবে গ্রিনকে বোঝাতে লিয়ো যে সবুজ শাক-সবজি ও কাঁচা মরিচের দিকে তাকায়নি, তা দেখিয়ে মনে করা হচ্ছে, চেন্নাই সরাসরি আগ্রহ প্রকাশ করছে না, বরং অন্য দলগুলোকে বিভ্রান্ত করার কৌশল নিচ্ছে।
নিলামের জন্য চেন্নাইয়ের হাতে রয়েছে ৪৩ কোটি ৪০ লাখ টাকা, কলকাতার হাতে ৬৪ কোটি ৩০ লাখ টাকা। কেকেআরের পর সবচেয়ে বেশি বাজেট হাতে রেখে CSK দলকে পুনরায় সাফল্যের শীর্ষে ফিরিয়ে আনতে মরিয়া।