ম্যানচেস্টার সিটির সাথে আরো দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহো। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত সাভিনহো সিটিতেই থাকছেন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, সাভিনহোর সাথে আগের চুক্তির মেয়াদ ২০২৯ সালে শেষ হবার কথা ছিল। যে কারণে নতুন চুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে এই উইঙ্গারের প্রতি টটেনহ্যাম হটস্পার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু নতুন করে চুক্তি বৃদ্ধির ফলে সাভিনহো সিটিতেই থাকার প্রতিশ্রুতি রক্ষা করেছেন।

২০২৪ সালে ট্রয়েস থেকে ৩০.৮ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেন সাভিনহো। ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান এখন ইত্তিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় মৌসুম কাটাচ্ছেন।

পেপ গার্দিওলার দলের হয়ে সাভিনহো এ পর্যন্ত খেলেছেন ৫৪টি ম্যাচ। এই ম্যাচগুলোতে চার গোল করা ছাড়াও ১২টি অ্যাসিস্টও করেছেন।

চুক্তি বৃদ্ধির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাভিনহো বলেছেন, পেপ আমার ওপর যে আস্থা রেখেছেন তা সত্যিই বিশেষ কিছু। তবে একইসাথে সাভিনহো স্বীকার করেছেন এখনো উন্নতির বেশ কিছু জায়গা রয়েছে এবং সবসময়ই শেখার জন্য তিনি মুখিয়ে আছেন।

সাভিনহো বলেন, ‘সিটির সাথে নতুন এই চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমি দারুণ গর্বিত। গার্দিওলা ও ক্লাব আমার ওপর যে আস্থা রেখেছে সেটা জানতে পেরে আমি খুশি হয়েছি। এখন আমার এগিয়ে যাবার পালার। এখনো আমার বয়স কম, যে কারণে শেখার অনেক কিছু আছে।’

পেপ এবং তার কোচিং স্টাফরা সাভিনহোকে উন্নতিতে যথেষ্ঠ সহযোগিতা করেছেন। সাভিনহো বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে পেপ ও তার কোচিং টিমের সাথে কাজ করতে পারাটা সৌভাগ্যের। কারণ, তাদের কাছ থেকে অনেক কিছুই শেখা যায়। প্রথম যখন এখানে আসি সেই মুহূর্ত থেকে আমি সিটিকে ভালোবাসতে শুরু করি। এ পর্যন্ত যারা আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিজ্ঞা করছি- ক্লাবের জন্য নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো।’