বিপিএলের দ্বাদশ আসরের জন্য সব দলই জোরাল প্রস্তুতি শুরু করেছে। এবার নতুন মালিকানার অধীনে এবং নতুন নাম নিয়ে অংশ নিতে যাচ্ছে সিলেট টাইটান্স। দলটি ইতিমধ্যেই নিজেদের ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে এবং এবারের স্লোগান “ইবার কিন্তু অইযিবো”– যা বোঝায় এবারই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।
দলের তারকা পেসার এবাদত হোসেন, যিনি নিজেও সিলেটের অধিবাসী, চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার অনুশীলনের পরে এবাদত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, “আমাদের থিমের মানে হলো আমরা এবার অবশ্যই শিরোপা জিতব। এই ইতিবাচক ভাবনা নিয়ে আমরা পুরো দল এগোচ্ছি। আল্লাহ সাহায্য করলে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব।”
এবাদত দলের স্কোয়াড নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “বোলিং ইউনিট শক্তিশালী হলেও ব্যাটিংও পিছিয়ে নেই। লোকাল এবং ফরেইন খেলোয়াড়দের কম্বিনেশন খুব ভালো। সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের মধ্যে ভারসাম্য আছে। বোলিং-ব্যাটিং প্রায় সমান, তবে আমার মনে হয় বোলিং একটু বেশি শক্তিশালী। আমির ভাই, খালেদ, শহিদুল, রুয়েল—সবাই পারফর্মার। সবাই ভালো করলে ইনশাআল্লাহ ফলাফল আসবে।”
দলের নতুন সংযোজন মোহাম্মদ আমির নিয়ে এবাদত উচ্ছ্বাস প্রকাশ করেন, “আমির আমাদের দলের জন্য অভিজ্ঞতার দারুণ উৎস। ৪০০ টি-টোয়েন্টি উইকেটের অভিজ্ঞতা দলের কাজে লাগবে। আমরা আশা করি তিনি পুরো সেরাটা আমাদের জন্য দিতে পারবেন।”
সিলেট টাইটান্স এবারের বিপিএলে শুধু শক্তিশালী স্কোয়াড নয়, বরং ইতিবাচক মনোভাব ও দৃঢ় প্রত্যয়ে জয়ের স্বপ্ন বুনেছে। এবাদতের দৃঢ় বিশ্বাস, “এবারই হবে আমাদের বছর।”