ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার জুনিয়র আবারও বিশ্বকাপ জয় নিয়ে আলোচনার কেন্দ্রে। জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় কাটানো, একের পর এক ইনজুরি এবং স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্নে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তার ভাষায়, প্রয়োজনে “সম্ভব-অসম্ভব সবকিছু” করেই বিশ্বকাপ ব্রাজিলে ফিরিয়ে আনতে চান তিনি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে খেলতে পারলে সেটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ। তবে বাস্তবতা বলছে, সেই স্বপ্ন পূরণ এখনও অনেকটাই অনিশ্চিত। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে মারাত্মক এসিএল চোটে পড়ার পর জাতীয় দলের জার্সিতে আর ফেরা হয়নি তার। এরপর মেনিস্কাস ইনজুরিসহ নতুন করে অস্ত্রোপচারের ধকল তাকে আরও পিছিয়ে দিয়েছে।
এই অনিশ্চয়তার মধ্যেই সাও পাওলোতে একটি সংগীত অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত হয়ে নেইমার বলেন, “আমরা ব্রাজিলের জন্য বিশ্বকাপ আনতে সবকিছু করব। সম্ভব হোক বা অসম্ভব—সবকিছু। যদি ফাইনালে উঠতে পারি, আমি গোল করব—এই প্রতিশ্রুতি রইল।” হাজারো দর্শকের সামনে তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আগেই পরিষ্কার করেছেন, নেইমারকে দলে ফেরাতে হলে তাকে শতভাগ ফিট প্রমাণ করতে হবে। মার্চের ফিফা উইন্ডোর পর ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দেখে বিশ্বকাপ স্কোয়াডের কাঠামো চূড়ান্ত করতে চান তিনি। তবে চোট কাটিয়ে সেই দলে জায়গা করে নেওয়াই এখন নেইমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সব প্রতিকূলতার পরও নেইমার বুঝিয়ে দিয়েছেন—স্বপ্ন দেখা তিনি ছাড়েননি। ইনজুরি, বয়স কিংবা অনিশ্চয়তা কোনো কিছুই তার চোখের সামনে ভাসতে থাকা বিশ্বকাপ ট্রফির ছবি মুছে দিতে পারেনি। সময়ই বলে দেবে, সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় কি না।