জাতীয় দলের ক্রিকেটাররা নিয়মিত খেলায় না থাকলেও বিশ্রাম নেই। মিরপুরের শেরে-ই বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি দলের ব্যাটারদের জন্য বিশেষ স্কিল ক্যাম্প চলছে। এখানে প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ সালাউদ্দিনও অংশ নিচ্ছেন।
ক্যাম্প চলাকালীন সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তানজিদ হাসান তামিম জানান, তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। “হ্যাঁ, অবশ্যই কথা হয়। যখনই তামিম ভাইয়ের সঙ্গে দেখা হয়, সিএ বাংলাদেশের অফিসে যাওয়া হয় বা মাঝেমধ্যে আড্ডা দেওয়া হয়। সেখানে ক্রিকেটের বিভিন্ন কৌশল, পরিকল্পনা ও অনুশীলনের বিষয় নিয়ে আলোচনা হয়,” বলেন তানজিদ।
আইসিসি টুর্নামেন্টে নিজের পারফরম্যান্স নিয়ে তানজিদ স্বীকার করেছেন, “আমি এখনও পূর্ণ সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। অনেক সময় ব্যাটে সেট হয়ে আউট হই। তবে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমি শিখার চেষ্টা করি। সম্প্রতি ধারাবাহিকভাবে ভালো খেলছি, আশা করি তা বিশ্বকাপেও কাজে লাগবে।”
আইরিশ সিরিজে ফিফটির পরে বিশেষ উদযাপনের বিষয়ে তানজিদ বলেন, “না, এভাবে পরিকল্পনা ছিল না। পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এমন কোনো ইচ্ছা ছিল না।”
তানজিদ ইনিংস দীর্ঘ করার লক্ষ্যে নিয়মিত প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, “কয়েক ম্যাচে ব্যর্থ হলেও ফিরে আসার চেষ্টা করি। ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে—এটাই মূল লক্ষ্য।”
তানজিদ আশা প্রকাশ করেন, টিমের সিনিয়র তামিমের মতো টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানোর। “সবাই চায় এমন একটি মাইলফলক অর্জন করতে। শুরু হুট করে হবে না, তবে যদি ভালো শুরু পাই, চেষ্টা করব ইনশাআল্লাহ তা ভালোভাবে শেষ করার।”
ক্যাম্প ও সিনিয়রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তরুণ ব্যাটারের মধ্যে আত্মবিশ্বাস ও কৌশলগত সমঝোতা বাড়াচ্ছে। তানজিদ মনে করছেন, এই অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী করবে।