নারী বিশ্বকাপের লিগ পর্বে এখনো বাকি ৯টি ম্যাচ। তবে ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে সেমিফাইনাল। বাকি দুটি জায়গার জন্য চলছে ছয় দলের লড়াই, আর সেই সমীকরণেই ক্ষীণ আশা টিকে আছে নিগার সুলতানার বাংলাদেশ দলের।
এ পর্যন্ত পাঁচ ম্যাচে এক জয়ে মাত্র ২ পয়েন্ট ও -০.৬৭৬ রানরেটে তালিকার পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। সেমিফাইনালের টিকিট পেতে হলে দলটিকে বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জিততেই হবে, তাও বড় ব্যবধানে।
তবে শুধু জয় যথেষ্ট নয়। বাংলাদেশের আশা টিকিয়ে রাখতে ইংল্যান্ডকে জিততে হবে ভারতের ও নিউজিল্যান্ডের বিপক্ষে। যদি ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পয়েন্ট ৬ করে হয়, তবে রানরেট নির্ধারণ করবে ভাগ্য। আর এখানেই বাংলাদেশের বড় জয় অত্যাবশ্যক।
অন্যদিকে, ভারতের সামনে তিন ম্যাচ বাকি। সবগুলোতে জয় পেলে তারা সরাসরি সেমিফাইনালে যাবে। পাকিস্তানকেও বাঁচতে হলে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে হবে এবং রানরেটে এগিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের চেয়ে।
সব মিলিয়ে নারী বিশ্বকাপের শেষ পর্বে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। যেখানে বাংলাদেশের সামনে সমীকরণ জটিল হলেও, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় অটল টাইগ্রেসরা।
নারী বিশ্বকাপ
সেমির স্বপ্নে বাংলাদেশ, সামনে জটিল সমীকরণ
নারী বিশ্বকাপে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে। সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলের ফলাফলের ওপর।
