স্প্যানিশ লিগের শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইটা শুধু মাঠের খেলায় নয়, দুই ক্লাবকে বরাবরই দেখা যায় মাঠের বাইরে কথার লড়াইয়েও। অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে বিভিন্ন সময় গণমাধ্যমে খোঁচা দিতে দেখা গেছে বার্সেলোনাকে। যা নিয়ে বৈরীতা বেড়েছে দুই ক্লাবের মাঝে। সম্পর্কেও এসেছে শীতলতা।

সম্প্রতি নেগরেইরা স্ক্যান্ডাল নিয়ে আবারও বার্সেলোনাকে হেয় করেন পেরেজ। বার্সার ওপর অভিযোগ তুলেন, লিগে ম্যাচ জিততে রেফারির সুবিধা নিয়েছে। যা তাতিয়ে দিয়েছে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাতে। বিষয়গুলো নিয়ে ক্রিসমাস ডিনারে কথা বলেন লাপোর্তা। যেখানে নাম উল্লেখ না করলেও রিয়াল মাদ্রিদকে ইঙ্গিত করে তীর্যক বক্তব্য দেন কাতালান সভাপতি।

লাপোর্তা বলেন, ‘আমি জানি আমাদের দলের ওপর কেন এত হিংসা। আমরা যখন ভালো পারফরম্যান্স করছি তখন একটি দল নানাভাবে হিংসার প্রকাশ করছে। তারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে, ক্রীড়া নিয়ম লঙ্ঘন করে এই কাজ করে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। যারা আমাদের ব্যাজ এবং আমাদের সাফল্যকে নানাভাবে কলুষিত করতে চায়। আমি এটি হতে দেব না।’
লাপোর্তা যোগ করেন, ‘তারা ক্ষমতাকে স্বৈরাচারের সঙ্গে গুলিয়ে ফেলে। আলোকিত হওয়া তো দূরের কথা, তারা নিন্দাবাদ এবং অযৌক্তিকতার চর্চা করে। তাদের এমন একটি বাজে টিভি চ্যানেল আছে যারা মিথ্যা ও বিষ ছড়ায়। তাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলব, বার্সা মাঠে এবং মাঠের বাইরে আবারও শক্তিশালী। আমরা কোনো ধরনের অন্যায় অপবাদ মেনে নেব না।’