আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দল নির্বাচন নিয়ে বিস্তর বিতর্কের জন্ম দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে তিনি জানান, স্কোয়াড ঘোষণার আগে তার মতামত নেওয়া হয়নি—যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যদিও প্রধান নির্বাচক দাবি করেছিলেন, লিটনের সঙ্গে বসে কথা বলেই দল চূড়ান্ত করা হয়েছে।

তবে মাঠের ক্রিকেটে এসব ঘোলাটে পরিস্থিতির কোনো ছাপ পড়েনি। দারুণ পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ ২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। সিরিজ শেষে লিটন জানান, বোর্ডের সঙ্গে ভুল–বোঝাবুঝি কেটে গেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি হবে না বলেই তার বিশ্বাস।

লিটন বলেন, “হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছুই বলা হয়। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ক্রিকেটের জন্য যা হয়েছে তা ভালো নয়। আমরা পরে সুন্দরভাবে বসে কথা বলেছি এবং একটা ভালো সমাধান এসেছে। ভবিষ্যতে এসব ঝামেলা হবে না বলেই আশা করছি।”

তিনি আরও জানান, দলের অভ্যন্তরে কোনো প্রভাব পড়েনি এসব বিতর্কের। “আমাদের মধ্যে সবকিছুই স্বাভাবিক ছিল। আমরা পেশাদার ক্রিকেটার। মাঠে গেলে শুধু ক্রিকেটই মাথায় থাকে। তাই দলের প্রস্তুতি বা খেলায় কোনো সমস্যা হয়নি।”

সিরিজ জয়ে ব্যাট-বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নেতৃত্বগুণেও প্রশংসা কুড়িয়েছেন লিটন। দল নির্বাচন নিয়ে বিতর্ক যতই থাকুক, মাঠের সাফল্য দিয়েই যেন তিনি সব প্রশ্নের জবাব দিয়েছেন।