২০২৬ মৌসুমের আইপিএলকে সামনে রেখে আবুধাবির এতিহাদ অ্যারেনায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো বহুল আলোচিত আইপিএল মিনি-নিলাম। এবারের নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত থাকলেও শেষ পর্যন্ত ৭৭ জন ক্রিকেটার দল পেয়েছেন। এই ক্রিকেটারদের কিনতে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি ব্যয় করেছে মোট ২১৫ কোটি ৪৫ লাখ রুপি।
নিলাম বিধি অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠনের সুযোগ পায়। পাশাপাশি বিদেশি ক্রিকেটার নেওয়ার সীমা নির্ধারিত ছিল সর্বোচ্চ ৮ জন। নিলাম শেষে দেখা যায়, সব দলই ২৫ জনের পূর্ণ স্কোয়াড সম্পন্ন করেছে। তবে বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে দুটি দল—গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—সর্বোচ্চ কোটা পূরণ করেনি। এই দুই দল ৭ জন করে বিদেশি ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করেছে।
নিলাম শেষ হওয়ার পর দলগুলোর সামনে প্রস্তুতির জন্য প্রায় তিন মাস সময় থাকবে। কারণ সম্ভাব্য সূচি অনুযায়ী, আইপিএল ২০২৬ শুরু হতে পারে আগামী ২৬ মার্চ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৩১ মে। ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলামের শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স দরযুদ্ধে অংশ নেয়। শেষ পর্যন্ত ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
এবারই প্রথমবার কলকাতার জার্সিতে খেলবেন মুস্তাফিজ। তবে আইপিএলে এটি তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন।
অন্যদিকে আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই পেসার প্রথম ডাকেই অবিক্রিত থাকেন। নিলামে তালিকাভুক্ত ৭ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ ও তাসকিন ছাড়া বাকি পাঁচজনের নামই ডাকা হয়নি।