বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচে বদলি হওয়ার পর ক্ষোভে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। অবশেষে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ক্লাব, সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

গত রোববার অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ ২–১ গোলে জয়ের স্বাদ পেলেও, ৭২ মিনিটে ভিনিসিয়ুসকে বদলি নেওয়ার পর মাঠে দেখা দেয় অস্বস্তিকর পরিস্থিতি। কোচ জাবি আলোনসোর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান ব্রাজিলিয়ান তারকা। তার এমন আচরণে ক্লাবের আনন্দের মুহূর্তে কিছুটা ছায়া পড়ে।

‘জেতার ইচ্ছাই ভুলের কারণ’

বুধবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে ভিনিসিয়ুস লেখেন,“এল ক্লাসিকোতে বদলি হওয়ার সময়ের প্রতিক্রিয়ার জন্য রিয়াল মাদ্রিদের সব সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আজকের অনুশীলনে সতীর্থদের, ক্লাব ও সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছেও ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি।”

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও বলেন,“কখনো কখনো জেতার ইচ্ছা থেকে আমার আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি সবসময় দলকে জেতাতে চাই, সাহায্য করতে চাই। এই প্রতিযোগিতামূলক মানসিকতাটা রিয়াল মাদ্রিদের প্রতি আমার ভালোবাসা থেকেই আসে।”

তবে তার বিবৃতিতে কোচ আলোনসোর নাম উল্লেখ করা হয়নি।

সম্পর্কে টানাপোড়েন

আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল। চলতি মৌসুমে বেশিরভাগ ম্যাচেই তাকে মাঝপথে তুলে নেওয়া হয়েছে, যদিও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মাঠে তার বোঝাপড়া প্রশংসনীয় ছিল।

এল ক্লাসিকোর শেষ মুহূর্তে বার্সার পেদ্রি লাল কার্ড দেখলে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন ভিনিসিয়ুস ফের মাঠে ফিরে এসে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়ান। সতীর্থরা এসে তাকে শান্ত করেন।

বর্তমানে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ, তাদের পয়েন্ট ২৭। পাঁচ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

ইএফ/