ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে কর্তৃত্বের ছাপ রেখেই ঘরোয়া মৌসুম শেষ করল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুই টেস্টে ক্যারিবিয়ানদের ৩২৩ রানে উড়িয়ে দিয়ে সিরিজ নিজেদের করে নেয় কিউইরা। শক্তিশালী বোলিং আক্রমণের অনুপস্থিতিতেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে ২–০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।
ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্ক না থাকায় বোলিং আক্রমণের নেতৃত্ব ছিল জ্যাকব ডাফির কাঁধে। তিনি পুরো সিরিজে ২৩ উইকেট শিকার করে প্রমাণ করেছেন কেন তাকে ভবিষ্যতের বড় সম্পদ হিসেবে দেখা হচ্ছে। শেষ টেস্টেও ৪২ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পেসার। ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে সিরিজ সেরার পুরস্কার দেওয়া হয়।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে বিশাল ৫৭৫ রান তুলে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করার ইঙ্গিত দিলেও দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ভেঙে পড়ে। ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু এরপরই শুরু হয় ধস। মাত্র ৫১ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১৩৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং ওপেনিং জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন। ক্যাম্পবেল ১৬ রানে আউট হলে ৩৩তম ওভারে ভাঙে তাদের জুটি। কিং দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন। এরপর আর কেউ ইনিংস টানতে পারেননি। শেষ দিকে টেভিন ইমলাচ ১৫ রানে অপরাজিত থাকেন, অ্যান্ডারসন ফিলিপ করেন ১০ রান।
নিউজিল্যান্ডের বোলিংয়ে ডাফির পাশাপাশি কার্যকর ছিলেন এজাজ প্যাটেল, যিনি তিনটি উইকেট নেন। দীর্ঘদিন পর ঘরের মাঠে উইকেটখরা কাটিয়ে স্বস্তি পান এই স্পিনার। ব্যাট হাতে ডেভন কনওয়ে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যাচসেরা হন। সব মিলিয়ে দাপুটে জয় দিয়ে সিরিজ শেষ করে আত্মবিশ্বাস বাড়াল নিউজিল্যান্ড।