এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের তৃতীয় পর্বে সিঙ্গাপুরের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ভারত। সেই সঙ্গে গ্রুপ সি থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশেরও।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা ১-২ গোলে পরাজিত হয় সিঙ্গাপুরের কাছে। ম্যাচের ১৪তম মিনিটে ভারত এগিয়ে গেলেও, ৪৪তম মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর। এরপর দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে গোল করে এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের বাকি সময়ে ভারত গোল শোধে ব্যর্থ হলে সিঙ্গাপুর ম্যাচ জিতে নেয় ২-১ ব্যবধানে।

এই জয়ে ৪ ম্যাচ শেষে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট দাঁড়ায় সমান ৮ করে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট মাত্র ২ করে। ফলে বাকি দুই ম্যাচ জিতলেও বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৮, কিন্তু ১৮ নভেম্বর সিঙ্গাপুর ও হংকং মুখোমুখি হওয়ায় একটি দল নিশ্চিতভাবেই ৮ পয়েন্টের বেশি পেয়ে যাবে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থেকে ছিটকে পড়ে দুই দলই।

গ্রুপ ফাইনাল ১৮ নভেম্বর

গ্রুপ সি’র অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে ১৮ নভেম্বরের সিঙ্গাপুর ও হংকংয়ের ম্যাচটি। আগের ম্যাচে দুই দল গোলশূন্য ড্র করেছিল। ফলে ১৮ তারিখে যে দল জয় পাবে, হেড-টু-হেডে এগিয়ে থেকে সরাসরি এশিয়া কাপের টিকিট নিশ্চিত করবে।

বাংলাদেশ ও ভারতের শেষ দুটি ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা

যদিও এশিয়া কাপে খেলার সম্ভাবনা নেই, তবে ভারত ও বাংলাদেশ নিজেদের শেষ দুটি ম্যাচে প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। শেষ ম্যাচে তারা হংকং বা সিঙ্গাপুরকে হারালে পয়েন্ট টেবিলে হিসাব নিকাশ জটিল হতে পারে।

এশিয়ান কাপের মূলপর্বে ২৪টি দল অংশ নেবে। এর মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের মাধ্যমে ১৮টি দল ইতোমধ্যে জায়গা করে নিয়েছে। বাকি ৬টি স্থান পূরণের জন্য বাছাইয়ের তৃতীয় পর্বে ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল পাবে এশিয়া কাপে খেলার টিকিট