বাংলাদেশে ১৬ বছর পর আবার আয়োজন হলো লেভেল থ্রি কোচিং কোর্সের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই উচ্চপর্যায়ের কোর্স ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে রাজিন সালেহ, হান্নান সরকার, তালহা জুবায়ের, তুষার ইমরানসহ মোট ২০–২৫ জন কোচ অংশ নেন।
২০০৯ সালে শেষবার লেভেল থ্রি কোর্স হয়েছিল, তখন তা আইসিসি-এসিসির উদ্যোগে পরিচালিত হয়েছিল। এবার বিসিবি স্বতন্ত্রভাবে আয়োজন করেছে, যেখানে অস্ট্রেলিয়ার প্রশিক্ষকরা কোচিং প্রশিক্ষণ দিয়েছেন। এই কোর্সটি মূলত দেশীয় সম্ভাবনাময় কোচদের জন্য আয়োজন করা হয়েছে, যারা উচ্চপর্যায়ের কোচিং করতে সক্ষম কিন্তু আগে লেভেল থ্রি করতে পারেননি।
কোর্সে অংশ নেওয়া তালহা জুবায়ের বলেন, “খুব ভালো সেশন হয়েছে। বায়োমেকানিক্স, রুলস এবং প্ল্যানিং নিয়ে নতুন দিকগুলো শিখতে পেরেছি। অস্ট্রেলিয়ায় কোচিং করার সময় নিজেকে আরও উন্নত করতে পারব।”
বিকেএসপির প্রধান কোচ মন্টু দত্ত বলেন, “লেভেল থ্রি কোর্স দারুণ হয়েছে। আগের তুলনায় বায়োমেকানিক্সের জ্ঞান অনেক বেড়েছে। এখন নতুন প্রজন্মের ক্রিকেটারদের আরও ভালোভাবে শেখাতে পারব।”
রাজিন সালেহ মন্তব্য করেন, “শেখার কোনো শেষ নেই। এই পাঁচ দিনের কোর্স আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং ভবিষ্যতে আমার ও ক্রিকেটারদের জন্য কাজে লাগবে। লেভেল থ্রি আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ।”
বিসিবি জানিয়েছে, এবার লেভেল থ্রি কোর্সের পর জেলা ও বিভাগীয় কোচদের মানোন্নয়নের জন্য লেভেল ওয়ান ও লেভেল টু কোর্সও আয়োজন করা হবে।