বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন বুন্দেসলিগায় মাত্র ৭৮ ম্যাচ খেলে ১০০ গোলে অবদান রেখে ইতিহাস গড়েছেন। এই মৌসুমে ২৫ ম্যাচে ৩০ গোল করে বায়ার্নের হয়ে ৮১টি লিগ গোলের অংশীদার হয়েছেন তিনি। তার ১৯টি অ্যাসিস্ট মিলিয়ে জার্মান লিগে মোট ১০০ গোলের অবদান নিশ্চিত হয়েছে।
গত রবিবার হেইডেনহেইমের বিপক্ষে ৪-০ জয়ের ম্যাচে কেইন প্রথমবার ক্লাবের নেতৃত্বে খেলেন। দলের চতুর্থ গোলটি দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে করেন তিনি। এর আগে লুইস দিয়াজ, জোসিফ স্তানিসিচ ও মাইকেল অলিসে গোল করেছেন।
এই কীর্তি ধরে রাখার আগে রেকর্ড ছিল আরিয়েন রোবেনের কাছে, যিনি ১১৯ ম্যাচে ১০০ গোলে অবদান রেখেছিলেন। কেইন ৪১ ম্যাচ কম খেলে এই রেকর্ড ভেঙেছেন। ইংল্যান্ড অধিনায়ক ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বছর শেষের আগে এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স এবং ২০২৬ সালে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।