নিলামের পরও একের পর এক বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়ে যাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। মোহাম্মদ নবি, সালমান ইরশাদ, ফাহিম আশরাফদের পর এবার ‍যুক্ত হলো আরও দুই নাম।

পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদকে দলে ভেড়ালো রংপুর রাইডার্স। আর সিলেট টাইটান্স দলে টানলো আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। দুই ফ্র্যাঞ্চাইজি-ই নতুন খেলোয়াড় যুক্ত করার বিষয়টি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে।

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে বেশ শক্তিশালী দলই গঠন করেছে রংপুর রাইডার্স। স্কোয়াডের শক্তি বাড়াতে এবার তারা যুক্ত করলো ইফতিখারকে। গত আসরে রংপুরের হয়ে ১২ ম্যাচ খেলেন ইফতিখার। প্রায় ৪৪ গড়ে ৩০৫ রান আসে তার ব্যাটে। মিডল অর্ডারে ১২০ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। এ ছাড়া বোলিংয়ে নেন ৫ উইকেট। তার আগে ২০২৩ সালের বিপিএলেও খেলেন এই পাকিস্তানি।

নিলামের বাইরে ইফতিখারের আগে পাকিস্তানি পেসার ফাহিম আশরাফকেও দলে ভিড়িয়েছে রংপুর। তাতে সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি খেলোয়াড়ের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬। নিলামের আগে পাকিস্তানি ব্যাটার খাজা নাফে ও স্পিনার সুফিয়ান মুকিমের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল তারা। এরপর নিলামে ইংলিশ ব্যাটার এমেলিও গে ও পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ আখলাককে দলে নিয়েছিল তারা। এদিকে দলের শক্তি বাড়াতে নিলামের পর পাকিস্তানি পেসার সালমান ইরশাদের পর আফগান তারকা অলরাউন্ডার ওমরজাইকে দলে ভেড়ালো সিলেট টাইটান্স। এর আগে রংপুর এবং ঢাকার হয়ে বিপিএল খেলেছিলেন ওমরজাই। তাকে নিয়ে স্কোয়াডে মোট ৬ বিদেশি যুক্ত করলো সিলেট। নিলামের আগে দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। আর নিলাম থেকে তারা দলে টেনেছিল লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে।

নিলামের বাইরে চমক দেখিয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসও। গতকাল তারা আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে টানার খবর জানিয়েছে।