চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও শেষ হয়নি, তবে ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে সেমিফাইনালের চার দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত।
প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে বুধবার (২৯ অক্টোবর), যেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে ভারত।
এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া একমাত্র অপরাজিত দল। সাত ম্যাচে ছয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে তারা শীর্ষস্থান নিশ্চিত করে। স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে খেলবে তারা, তবে প্রতিপক্ষ ভারতও সমানভাবে শক্তিশালী।
দক্ষিণ আফ্রিকা পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ইংল্যান্ডের সংগ্রহ এখন পর্যন্ত ৯ পয়েন্ট; তারা যদি নিউজিল্যান্ডকে হারায়, তবে দ্বিতীয় স্থানে উঠে আসবে। ভারত ছয় ম্যাচে তিন জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে।
বাংলাদেশ ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এরপর বিদায় নিয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডও।
সেমিফাইনাল ও ফাইনাল তিন ম্যাচের প্রতিটির জন্যই একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। কোনো ম্যাচে ফল না এলে পরদিন পুনরায় খেলা হবে। তবে সেমিফাইনালে ফল না এলে লিগপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল উঠবে ফাইনালে। ফাইনালেও ফল না এলে দুই দলই যৌথভাবে চ্যাম্পিয়ন হবে।
ইএফ/