রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তি করার পরিকল্পনা করছে। ক্লাবের পক্ষ থেকে জানা গেছে, কোচ জাবি আলোনসোর সঙ্গে চলমান মতপার্থক্য সত্ত্বেও গ্রীষ্মেই চুক্তি নবায়ন বিষয়ে আলোচনা শুরু হবে।
এই মৌসুমের এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের শেষ ১৮ মিনিটে ভিনিসিয়ুসকে মাঠ থেকে তুলে নেন আলোনসো। ব্রাজিলিয়ান উইঙ্গার কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন এবং সোজা টানেলে চলে যান। টিভি ফুটেজে দেখা যায়, তিনি কোচকে উদ্দেশ্য করে কিছু বলেন। তবে পরে আবার বেঞ্চে ফিরে আসেন।
এ ঘটনায় ভিনিসিয়ুসের ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হয়। বছর শুরুতে তিনি বেতনের বৃদ্ধি চেয়েছিলেন, যা নিয়ে ক্লাবের মধ্যে বিতর্ক হয়েছিল। অনেকেই তখন বলেছিলেন, ভিনিসিয়ুস চুক্তির শর্তে থাকা বাধ্যবাধকতা পূর্ণ করেননি।
তবে রিয়াল মাদ্রিদ এখনও আশাবাদী যে, ভিনিসিয়ুসকে ধরে রাখা সম্ভব। ২০৩০ সাল পর্যন্ত বার্নাব্যুতে রাখার প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদনের পথে রয়েছে। গ্রীষ্মের আগে ক্লাব আলোনসোর সঙ্গে কোচ–খেলোয়াড় সম্পর্ক মসৃণ করার চেষ্টা করবে।
বর্তমান চুক্তির মেয়াদ মাত্র এক বছর বাকি থাকায় রিয়ালের দ্রুত পদক্ষেপ নেয়ার প্রয়োজন। মাঠে ভিনিসিয়ুসের গুরুত্ব বিবেচনা করে ক্লাব চান, যাতে তিনি রিয়ালেই থাকেন এবং কোচের সঙ্গে সম্পর্ক উন্নত হয়।
রিয়ালের উচ্চপদস্থ সূত্র বলেছে, ভিনিসিয়ুসের সঙ্গে নবায়ন করা হলে দলের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা উভয়ই মসৃণ হবে। আমরা চাই, ক্লাব ও খেলোয়াড় উভয়েই সন্তুষ্ট থাকুক।