পাঁচ ফিফটিতে অলআউট হওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫১১ রানের বিশাল সংগ্রহ পেলো অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন স্টার্ক। বল হাতেও তিনি নিয়েছিলেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয়েছিল ইংলিশরা। তাতে দ্বিতীয় ইনিংস শুরু করতে হচ্ছে ১৭৭ রানে পিছিয়ে থেকে।
পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক মিচেল স্টার্ক। দুই ইনিংসে ১০ উইকেট শিকার করে জয়ের ভিত গড়েছিলেন তিনি। তার সে দাপট চলছে ব্রিসবেনেও। প্রথম টেস্টে শুধু বোলিংয়ে ইংলিশদের কাবু করলেও এবার তিনি ব্যাটেও ঝলক দেখালেন।
ইংশিদের গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট করতে নেমেছিল অজিরা। দিন শেষ করেছিল ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রানে। তৃতীয় দিনে তারা মাঠে নেমেছিল লিড নিয়েই। আর এদিন সেটা দুইশর কাছাকাছি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন স্টার্ক। দলীয় ৪৯১ রানে আউট হওয়ার আগে ১৪১ বলে ১৩ চারের মারে করেন ৭৭ রান। তার বিদায়ের পর আর বেশিদূর যেতে পারেনি স্বাগতিকরা। দলের পক্ষে স্টার্কের চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেছিলেন জ্যাক ওয়েথেরাল্ড। এছাড়া মার্নাস লাবুশেন ৬৫, অ্যালেক্স ক্যারি ৬৩ ও স্টিভ স্মিথ ৬১ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স ৪ আর বেন স্টোকস ৩টি উইকেট তুলে নেন। দিনের বাকি এখনো দেড় সেশনের মতো। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটাই দেখার পালা।
এর আগে স্টার্কের তোপের মুখেও জো রুটের অপরাজিত ১৩৮ আর জ্যাক ক্রাউলির ৭৬ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৩৩৪ রান করেছিল ইংল্যান্ড।