এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় আফগানিস্তানের ‘এ’ দলের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তরুণ পেসার রিপন মন্ডল এবং স্পিনার রকিবুল হাসানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে আফগানদের মাত্র ৭৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ ৮ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে।
রিপন মন্ডল প্রথম দুই ওভারে মাত্র ৮ বলের মধ্যে আফগানিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খাওয়া আফগানিস্তান এরপর রকিবুল হাসানের স্পিনে আর ঘুরে দাঁড়াতে পারেনি। পুরো আফগান দল মাত্র ৭৮ রানে অলআউট হয়। রিপন ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন এবং ম্যাচসেরা নির্বাচিত হন। রকিবুল ৭ রান দিয়ে পান ৩ উইকেট।
৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ যদিও ২৪ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল (আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান ১০ ও জিশান আলম ১০ রানে আউট), তবে জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে সহজেই জয় তুলে নেয়। বাংলাদেশ ১৩.৩ ওভারে ২ উইকেটে ৭৯ রান করে। জাওয়াদ ২৪ এবং অঙ্কন ২৭ রানে অপরাজিত ছিলেন।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। সেমিফাইনালের লক্ষ্য পূরণে বাংলাদেশ আগামীকাল শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে।
ইএফ/