ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে সোহেলের। অনূর্ধ্ব-১৯ দল, ডেভেলপমেন্ট ক্যাম্প এবং বাংলাদেশ টাইগার্সের মতো জাতীয় দলের পাইপলাইন নিয়েও কাজ করেছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলেও খণ্ডকালীন স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিসিবির কোচ হিসেবে প্রায় ৭ বছর ধরে কাজ করে আসছেন।
কোচিং প্যানেলে সোহেল ছাড়াও আরও চমক রাখতে যাচ্ছে সিলেট। এই দলটির ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে বিপিএলের অন্যতম সফল সাবেক অধিনায়ক ইমরুল কায়েসকে। বিপিএলের গত আসরেও খেলোয়াড় হিসেবে মাঠে ছিলেন তিনি।
বোলিং কোচের দায়িত্বে আসতে পারেন সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। এছাড়া ফিল্ডিং কোচের ক্ষেত্রে দলটির পছন্দ কেমসলি রব। সোহেল বাদে বাকি সব কোচের চুক্তিই অবশ্য আলোচনার পর্যায়ে রয়েছে৷