ভারত সফরের শেষ পর্বে গিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন লিওনেল মেসি। দিল্লি সফর বাতিল করে গুজরাটের জামনগরে অবস্থিত বনতারায় পৌঁছান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। সেখানে ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে বিশেষ সময় কাটান তিনি। এই সফরের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল মেসির হাতে ওঠা একটি অত্যন্ত বিরল ও দামী ঘড়ি।
কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাই ঘুরে ভারত সফরের শেষ গন্তব্য হিসেবে জামনগরের বনতারায় যান মেসি। বন সংরক্ষণ প্রকল্প হিসেবে পরিচিত এই স্থানে তিনি পুজো দেওয়া, বন্যপ্রাণী পরিদর্শন এবং প্রকৃতিনির্ভর বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। সফরের পুরো সময়জুড়ে মেসির সঙ্গে ছিলেন তার সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ। অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্টও অতিথিদের সঙ্গ দেন।
এই সফরেই অনন্ত আম্বানি মেসিকে উপহার দেন রিচার্ড মিলি RM 003-V2 GMT ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন নামের একটি বিলাসবহুল ঘড়ি। বিশ্বজুড়ে এই মডেলের ঘড়ি তৈরি হয়েছে মাত্র ১২টি। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৪ থেকে ১৫ কোটি টাকার কাছাকাছি।
ঘড়িটি মেসির হাতে দেখা যাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। বিলাসবহুল নকশা, ট্যুরবিলিয়ন প্রযুক্তি ও সীমিত সংস্করণ হওয়ায় ঘড়িটি সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান।
মেসির ঘড়ির সংগ্রহ এমনিতেই ঈর্ষণীয়। তার সংগ্রহে রয়েছে রোলেক্স লে ম্যান্স (১৮ ক্যারেট সোনার), রোলেক্স জিএমটি মাস্টার–২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন এবং বার্বি রোলেক্সের মতো বহু দামী সময়যন্ত্র।
নতুন এই উপহার মেসির সংগ্রহে যুক্ত হয়ে বিশ্ব ফুটবলপ্রেমীদের মধ্যে আবারও প্রমাণ করল—মাঠের মতো বিলাসজগতেও তিনি ব্যতিক্রমী এক নাম।