গত সেপ্টেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছয় সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন ইংলিশ রাইট-ব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড। তাতে মিস করেছিলেন ৬টি ম্যাচ। সুস্থ হয়ে ৪ ম্যাচ না খেলতে ফের ইনজুরিতে পড়লেন তিনি।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ছিলেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড। লস ব্লাঙ্কোদের প্রথম গোলে কিলিয়ান এমবাপ্পেকে অ্যাসিস্ট করে অবদান রাখেন তিনি। যা রিয়ালের জার্সিতে তার প্রথম অ্যাসিস্ট। তবে এদিন শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। মাংসপেশির চোটে ম্যাচের ৫৫তম মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে।

তার ইনজুরির বিষয়টি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তারা জানিয়েছে, চিকিৎসকদের পরীক্ষায় তার (আলেক্সান্ডার-আর্নল্ড) বাম কোয়াড্রিসেপসের রেক্টাস ফেমোরিস পেশিতে আঘাত ধরা পড়েছে।

তবে এ চোট থেকে ফিরে আসতে কতদিন লাগবে সেটি নিশ্চিত করেনি রিয়াল। তারা জানিয়েছে, এ রাইট-ব্যাক পর্যবেক্ষণে আছেন। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও স্প্যানিশ সাংবাদিক আরাঞ্চা রদ্রিগেজ বলছেন, এ ধরনের ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরতে দুই মাস সময় লাগতে পারে ইংলিশ এ ডিফেন্ডারের। তাতে আগামী ফেব্রুয়ারির আগে তার মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। মিস করতে পারেন রিয়ালের হয়ে পরবর্তী ১১টি ম্যাচ। চলতি বছরের জুনে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন আলেক্সান্ডার-আর্নল্ড। তবে স্পেনে সময়টা ভালো কাটছে না তার। ইনজুরির ধকলে প্রথম মৌসুমটাই সবচেয়ে বাজে কাটছে তার। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে চলতি মৌসুমে রিয়ালের ২০ ম্যাচের মধ্যে ১১টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।